

আতোয়ার রহমান রানা
..………………………………
রেললাইনের ঐ মেঠো পথে ক্লান্ত পথিক
সময়ের হাহাকার আর ক্ষণিকের জীবনে
কত ঝড় আর কত ক্লান্তি।
তবু ছুটে চলছে একলা পথিক।
দুঃসময়ের ক্লান্তি ধুঁকে ধুঁকে পুড়েছে পথিক
তবু হাত এগিয়ে দেয়নি কোন সঙ্গী।
বারংবার ঝাপসাটে আশায় বেঁচে রেখেছে স্বপ্ন।
ছিটকে পড়েনি প্রতিযোগিতার মঞ্চে
এসেছে কত ঝড় কত ক্লান্তি।
পথচলা যখন অজানা অচেনা এক গন্তব্যে,
ভাগ্যর চাকা আর নিয়তি তখন প্রশ্নবিদ্ধ।
আশা আর স্বপ্ন নামক রেলগাড়ী
ছুটে চলছে বহুদূর।
.…..….সংক্ষিপ্ত