
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের করিমগঞ্জে সহজ সরল মানুষকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের প্রচেষ্টা করার চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে করিমগঞ্জ শহরের বুকে। এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন সচেতন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে সোমবার তিন খ্রিস্টান যুবক শহরে ধর্মগ্রন্থ বাইবেল সহ ধর্মীয় আরও বিভিন্ন ধরনের বই হিন্দুদের মধ্যে বিনামুল্যে বিতরণ করতে এলে তা নজরে পড়ে স্থানীয়দের। পরে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানিয় জনগন।
জানা যায়, করিমগঞ্জ শহরের রোল্যান্ড মেমোরিয়াল বিদ্যালয়ের অধ্যক্ষের ইশারায় নাকি হিন্দুদের খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করার কাজ পরিচালনা করছিল এরা।
এদিকে বজরং দলের সদস্যরা খ্রিস্টান ধর্মের এসব বই পুস্তক হিন্দুদের মধ্যে বিতরণ না করার চরম হুশিয়ারি দিয়েছেন।
জানা যায়, করিমগঞ্জ শহরের সরিষার সংলগ্ন হিন্দু এলাকায় গিয়ে খ্রিস্টান ধর্ম বই বিলি করার পাশাপাশি হিন্দুদের ধর্মান্তরিত করার অপচেষ্টা চালাচ্ছিল ধৃত ব্যক্তিরা।