
আসাম প্রতিনিধিঃ সুজন চক্রবর্তী;
সারা ভারতের সঙ্গে আসামেও করোনার দাপট আবার বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটি শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন জনসাধারণ কোভিড সংক্রামিত হচ্ছেন। এবার একজন পুলিশ অফিসার কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন। নিহত পুলিশ অফিসারের নাম মনোরঞ্জন ফুকন। আসামের ডিব্রুগড়ে ওই পুলিশ অফিসার চিকিৎসারত ছিল।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফুকন। ফুকন চড়াইদেও জেলা দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। এ নিয়ে আসামে আবারও করোনা মহামারীর আতঙ্ক দেখা দিয়েছে জনমনে।