
শান্তনু হাজরা, শান্তিনিকেতন:
দীর্ঘ ২ বছর দেশে পর ফিরেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ।দেশে ফিরে শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে আসেন ১ জুলাই সন্ধ্যা নাগাদ ।
৯ জুলাই কলকাতা তে বেসসরকারী পত্রিকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদান করার কথা ছিল। তবে সরেজমিনে করতে না পারলেও ভার্চুয়াল মিটিংয়ে অংশ গ্রহণ করেন।
করোনা আক্রান্তের জন্য কলকাতা যেতে না পারার সঙ্গে লন্ডন সফরও বাতিল হয়েগেছে অর্থনিতীবিদের । কারণ ১০ জুলাই ভারতের শান্তিনিকেতন এর বাড়ি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওণা দিতেন , কিন্ত সমস্ত কিছু বাতিল হয়েছে করোনার কারণে।
অপরদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায় নিজ অফিসিয়াল টুউটার থেকে নোবেল জয়ী অমর্ত্য সেনের শারীরিক সুস্থতার কামনা করে পোস্ট করেছেন।
শান্তিনিকেতন প্রতীচী গৃহে অমর্ত্য সেনের চিকিৎসা চলছে। উনার চিকিৎসার জন্য বিশেষ নজর চিকিৎসকদের। ।সোমবার ফের কোভিড টেস্ট করা হবে তাঁর।