
পেকুয়া প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের পেকুয়ায় নলকূপ থেকে পানি উত্তোলন করে অবৈধভাবে বাজার জাত করছে সূ-জল।
ওই পানি ১০০% বিশুদ্ধ বলে প্রতিনিয়ত দোকান, হোটেল, অফিস, বাসাবাড়িতে বিক্রি করছে।
যাদের নাই সরকারি কোন অনুমোদন। তবে সরকারের কোন কর্তৃপক্ষ পরিদর্শনে আসলে তাঁদেরকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে। তাঁদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে সূজল কর্তৃপক্ষ। তবে অদৃশ্য কারণে নিরব ভূমিকা পালন করে স্থানীয় প্রশাসন।
১৪ জুলাই সরজমিনে গিয়ে দেখা যায়-পেকুয়া চৌমুহনীর উত্তর পার্শে গ্যাস পাম্পের সাথে লাগোয়া সাইফুল ইসলামের টিন সীট, সেমি পাকা ১০ থেকে ১২ পিট লম্বা দুইরি রুমে গড়ে উঠে সূজল নামে এই পানির কারখানা। বিশুদ্ধ পানি তৈরীর জন্য যে সব যন্ত্রপাতি ও জায়গা এবং সিস্টেম প্রয়োজন তাঁর মধ্যে ২০% ভাগ তাদের নাই।
সূজলের মালিক জাহেদুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে সরকারকে কর দিতে হবে ও আরো যন্ত্রপাতি ক্রয় করতে হবে। এসব করলে পানির দাম দ্বিগুণ হবে তাই অনুমোদন নিচ্ছি না।
কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার বলেন,” ভেজাল পানি তৈরী করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।.