
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
কর্মস্থলে মদ্যপানের একটি ভিডিও ভাইরালের হওয়ায় অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষা বিভাগের এক কর্মচারী। ভারতের আসামরাজ্যের শিলচরে অবস্থিত কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শক কার্যালয়ের স্টেনোগ্রাফার বিপ্ররাজ পালকে কর্মস্থলে মদ্যপানের দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন জেলার স্কুল সমূহের পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা রহমান। উল্লেখ্য, সরকারি কার্যালয়ের কর্মসংস্কৃতির পরিপন্থী মদ্যপান সংবলিত ভিডিও সহ সমগ্র ঘটনাবলি কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির নজরে আনেন ছাত্র সংগঠন এবিভিপির কর্মকর্তাবৃন্দরা। জেলাশাসক কীর্তি জল্লি এ ধরনের অনৈতিক কাজের উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন স্কুল সমৃহের পরির্দশক সেমিনা ইয়াসমিন আরা রহমানকে।