
শান্তনু হাজরা ,কলকাতা, ভারত:
দুপুর নাগাদ বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে করে কলকাতায় এসে পৌঁছন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের নেতৃত্ব তথা বলি ও টলি তারকা মিঠুন চক্রবর্তী। বিমানবন্দর থেকে সোজা নিউটাউনের পাঁচতারা হোটেলে চলে যান। রাজনৈতিক এবং ছবির শুটিং করতেই কলকাতায় আসা এমনটাই সূত্র মারফত খবর।
বিমান বন্দর থেকে বের হাওয়ার সময়, উনাকে বঙ্গের রাজনৈতিক পরিস্তিতি নিয়ে প্রশ্ন করলে ,উত্তর না দিয়ে এড়িয়ে চলে যান। কিন্ত সাংবাদিক দের বলেন দেশের প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার অনুরোধ জানিয়েছে সাধারণ নাগরিকদের, নিচ্ছেন তো সকলকে সচেতন করছেন তো।