

নয়ন মৃধা, পটুয়াখালী থেকেঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ মামুন মৃধা (৩৮) ও সহযোগী জহিরুল ওরফে জহির (৩০) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৭ জুলাই বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা করা হয়। আটককৃত মামুন মৃধা ধানখালী ইউনিয়নের রব মৃধার ছেলে ও জহিরুল একই ইউনিয়নের ছালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ব্যবসায়ী মামুন মৃধার নিজ বাড়ির রান্না ঘরে চুলার পাশের মাটি খুঁড়ে একটি রঙের কৌটায় রাখা পলিথিনে মোড়ানো এসব গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সময় মাদক ব্যবসায়ী মামুন মৃধার সহযোগী জহিরুল ইসলামকেও আটক করা হয়।