
নিউটন চাকমা, কাউখালী প্রতিনিধি (রাঙামাটি):
রাঙামাটির কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি করার দায়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, মোঃ সোহাগ(২২), পিতা- মৃত সেলিম ও মোঃ সাকিব বেপারি(২১) পিতা- দেলোয়ার বেপারি।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ১নং বেতবুনিয়া ইউপিস্থ গোদারপাড় এলাকার রাস্তায় পার্কিং করা পিকআপ থেকে ব্যাটারী ও গাড়ীর যন্ত্রাংশ চুরি করার সময় এসআই পলাশ চৌধুরী গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের টের পেয়ে চোর পালানোর সময় চুরি করা মালামালসহ হাতেনাতে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারী, গাড়ীর পার্টস খোলার টুলস উদ্ধার করা হয়।
এদিকে, এসআই পলাশ চৌধুরীর সাথে যোগাযোগ হলে তিনি জানান, রাস্তায় পার্কিং করা পিকআপ থেকে গাড়ীর যন্ত্রাংশ চুরির অপরাধে দুইজনকে হাতেনাতে আটক করেছি।
আটককৃত দুই আসামীর বিরুদ্ধে কাউখালী থানায় চুরি মামলায় দায়ের করা হয়েছে। গতকাল বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।