

নিউটন চাকমা, কাউখালী, রাঙামাটি থেকেঃ
জেলার কাউখালী উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য মামলার জিআর ও সিআর ওয়ারেন্ট ভুক্ত পৃথক পৃথক দুইজন পলাতক আসামীকে গতকাল (৫জুলাই) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। তারা দু’জনই জিআর ও সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী। আটককৃতরা হলেন, জাফর মিঞা(৪২), সাদ্দাম হোসেন(৩০) ও আছু আক্তার(৪৫)।
কাউখালী থানা সুত্রে জানাগেছে, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা থাকায় বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারী করেছে। সেই আলোকে দুইজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলাম আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কাউখালী থানা অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই মো: শামীম রেজা, এসআই আরিফ হোসেন, এএসআই হাবিবুর রহমান, এএসআই ইসহাক সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক মহিলাকে আটক করেছে অভিযান পরিচালনাকারী পুলিশের টিম।
আটককৃত মহিলার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।