
কাউখালী প্রতিনিধি (রাঙামাটি):
জেলার কাউখালী উপজেলাধীন কাউখালী সদর বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নারী নিযার্তন মামলার আসামীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ মানিক (২৬)।
শনিবার (১৬ জুলাই) ভোর ৬টায় কাউখালী সদর এলাকা থেকে এসআই আরিফ হোসেন ও এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, এসআই আরিফ হোসেনের সাথে যোগাযোগ করে জানা যায়, দীর্ঘদিন ধরে নারী নির্যাতন মামলার চলমান থাকায় আসামী মোঃ মানিককে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে কাউখালী থানায় নারী নির্যাতন মামলা চলমান রয়েছে। আজ শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।