

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আসাম রাজ্যের কাছাড়জেলার বন্যা পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই বদলি হয়ে গেলেন কাছাড় জেলাশাসক কীর্তি জল্লি। ধারনা করা হচ্ছে, কামরুপের জেলাশাসক পদে তুলে নিয়ে গিয়ে সরকার পুরস্কৃতই করল তাঁকে। কাছাড়ের নয়া জেলাশাসক হিসেবে দ্বায়িত নিচ্ছেন রোহন কুমার ঝা। তিনি এতদিন হাইলাকান্দির জেলাশাসক হিসেবে দায়িত্বভার সামলেছেন। কীর্তি জল্লিকে কামরুপের জেলাশাসকের পাশাপাশি গুয়াহাটি বায়াটেক পার্ক ও আসাম বায়োটেকনোলজি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভের ও দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নগাঁওয়ের জেলাশাসক হিভারের নিসর্গ গৌতমকে হাইলাকান্দিতে বদলি করা হয়েছে। গৌতম আগে অতিরিক্ত জেলাশাসক পদে বরাক উপত্যকায় কাজ করেছেন। রাজ্যপালের আদেশক্রমে আসাম সরকারের পার্সোনাল বিভাগের যুগ্ম সচিব সৈয়দ জাহিদ চিস্তি সোমবার এক বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানিয়েছেন। কাছাড় ও হাইলাকান্দি ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে।