
নিজস্ব প্রতিবেদক :
কাতারে ‘দোহা ম্যারাথন বাই ওরিদো ২০২৩”-এ লাল সবুজের পতাকা বুকে ধারণ করে ৫ ঘন্টা সময়ে ৪২ কিমি ফিনিশার হলেন বাংলাদেশের সিলেটের যুবক ও প্রবাসী গণমাধ্যমকর্মী কে. এম. সুহেল আহমদ। কাতারের মোবাইল নেটওয়ার্ক কোম্পানী ওরিদো গত ২০ জানুয়ারি প্রতিবারের ন্যায় এবারও ১১তম ম্যারাথন প্রতিযোগীতার সবচেয়ে বড় এই ইভেন্টটি আয়োজন করেছিল।
কাতার অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় ১১তম প্রতিযোগীতায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত প্রায় ৮ হাজার জন দৌড়বিদদের সব বিভাগের জন্য প্রায় কাতারী ১মিলিয়ন প্রাইজমানি প্রদান করা হয়।
প্রতিযোগীতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক রানারদের সাথে লাল সবুজের পতাকা হাতে নিয়ে একমাত্র বাংলাদেশী প্রতিযোগী হিসেবে ৪২ কি.মি. ম্যারাথনে অংশগ্রহণ করে ফিনিসার মেডেল অর্জন করেন বাংলাদেশী যুবক কাতার প্রবাসী কে.এম. সুহেল আহমদ।
গণমাধ্যমকর্মী সুহেল সিলেট গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বন গ্রামের বাসিন্দা। তিনি কাতার প্রবাসী। সুহেল ‘লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র ক্রীড়া সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল ‘ ‘সিলেট মিডিয়া ডটকম’র’ কাতার প্রতিনিধি।
প্রবাসী গণমাধ্যকর্মী সুহেল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘জয় পরাজয় বড় কথা নয়, লাল সবুজের পতাকা বুকে ধারণ করে আমার মাতৃভূমির পরিচয়কে বিশ্বের দরবারে প্রতিস্থাপন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য’।