
গাজীপুর অফিস :
কাপাসিয়া উত্তরপাড়া মাষ্টারবাড়ীর সামনের মাঠে এলাকার যুবসমাজের নিয়ে সহযোগীতা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ ২০২৩ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করেন ” সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা পরিষদ আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার কান্ট্রি এডিটর দৈনিক দেশবাংলা, সভাপতিত্ব করেন, মোঃ জহিরুল ইসলাম ( মিলন মোল্লা) । আরো উপস্থিত ছিলেন এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ।


সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদক থেকে মুক্তির জন্য খেলাকে যুবসমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া নিশ্চিত করতে হবে। দিন দিন খেলার প্রতি অনাগ্রহ যুবসমাজকে যেমন মানসিকভাবে অস্থির করে তুলছে, তেমনি তাঁরা অন্য সব বিষয় থেকেও পিছিয়ে পড়ছে। তাই আমাদের মধ্যে বেশি বেশি ক্রীড়া চর্চা প্রয়োজন।’ কথা গুলো বলেছেন ভাইস চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা পরিষদ আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রধান অতিথি হিসাবে ম্যাচ শেষে উপস্থিত সবার উদ্দেশে কথাগুলো বলেছেন।
কাপাসিয়া উত্তরপাড়া মাষ্টারবাড়ীর সামনের মাঠে প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ আয়োজন করে সহযোগীতা ফাউন্ডেশন। ৭০ মিনিটের খেলায় ম্যাচে প্রতিপক্ষ হয়ে একে অপরের বিপক্ষে আক্রমন পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার প্রথমার্ধ গোল শুন্য ভাবে শেষ করে। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটেই প্রথম গোল করেন সিনিয়র একাদশ । খেলার ২১ মিনিটের জুনিয়র একাদশ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ১-১ গোলে খেলা অমিমাংসিত হলে ট্রাইবেকারে জুনিয়র একাদশ ১ গোলে বিজয়ী হয়।


এদিন খেলা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দ উচ্ছ্বাস, যেন নতুন-পুরোনোদের মিলনমেলা। এলাকার মহিলা দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। আগত অতিথিবৃন্দ, এলাকার নারী পুরুষ সম্মিলিত ভাবে এক সাথে এ ফুটবল খেলাটি উপভোগ করেছেন।
বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয়। ম্যাচের বিশেষ অথিতি হিসাবে দৈনিক দেশবাংলা পত্রিকার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার বলেন, সব অসুন্দরের বিপরীতে আলোর পথে ডাকা হলো আমাদের সবার দায়িত্ব । আমাদের সন্তানদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন হবে। তারা কখন কোথায় যায় কি করে তা খেয়াল রাখতে হবে। সন্তানের সাথে বন্ধু সুলভ আচরন করুন। একমাত্র খেলাধুলার মাধ্যমে সমাজকে বদলে দেয়া সম্ভব। খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে। এ ধরনের মহৎ উদ্যোগের জন্য সহযোগীতা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতি মোঃ জহিরুল ইসলাম মোল্লা বলেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ, মাদকের ঘোরে থাকা যুবক ও অপসংস্কৃতির বেড়াজালে আটকে থাকা কিশোর ও যুবকদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি মহল্লায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
ধারা ভাষ্যকার ছিলেন আবুল বাশার তুহিন


খেলোয়াড়দের নামের তালিকা :
সিনিয়র একাদশ
১. ইমন ২. সজিব ৩. আলমাছ ৪. কায়েস ৫. ফরহাদ ৬. মাসুম ৭. সরন ৮. সোহান ৯. সাখাওয়াত ১০. তনু ১১. রাহিম ১২. পারভেজ ১৩. ফারুক ১৪. নাঈম ১৫. ইমরান
জুনিয়র একাদশ
১. মুরাদ ২. সৈকত ৩. আব্দুল্লাহ ৪. নাজমুল ৫. জুবায়ের ৬. রিয়াদ ৭. জাইদুল ৮. রেজসউল ৯. সৈকত ১০. নাসিম ১১. শাকিল ১২. সালবি ১৩. নাহিদ ১৪. ইয়াসিন ১৫. মাহমুদুল ১৬. নাজমুল ১৭. রিফাত।