

কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।:
রাঙামাটির কাপ্তাইয়ে মহিলাদের দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়ার কথা বলে লাখ টাকা নিয়ে উধাও প্রশিক্ষক। শনিবার (৯জু্লাই) বিকাল ৪টায় কাপ্তাইয়ের শহীদ তিতুমীর একাডেমীর প্রশিক্ষণ কার্যালয়ে এসে দেখা যায় প্রশিক্ষক নেই। দর্জি, ব্লক বাটিক, খাবারের ডেকোরেশন, পুথির কাজ ও বিউটি পার্লার কাজ শিখানো কথা বলে প্রশিক্ষক উধাও হয়ে গেছে। পরিচালক জিল্লুর রহমান এনি (এস.কে.টি.টি.সি.অ) নাম ব্যবহার করে কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমী শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নেয়। ৩০জুন বিকাল হতে ক্লাশ শুরু করা হয়। প্রথমে ভর্তি বাবদ ১শ’জন মহিলাদের নিকট হতে একশ টাকা করে নেয়া হয়। কয়েকদিন পর আবার কাজ শিখার সরঞ্জামাদি দেয়ার কথা বলে ২শ’টাকা নেয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে জনপ্রতি সেলাই মেশিন,পেশার কুকার,সনদ ও চাকুরি দেওয়ার কথা বলে দু’ব্যাচের ৮০জন প্রশিক্ষণার্থীদের নিকট হতে দু’হাজার টাকা করে নেয়া হয়। সুমি,ফাতেমা,আয়শা আক্তার,লিজা আক্তার, শান্তা ও ইয়াছমিন প্রতিনিধিকে অভিযোগ করে বলেন আমাদের কাজ শেষে সেলাই মেশিন দেওয়ার কথা।কিন্ত বিকালে এসে দেখি প্রতিষ্ঠান বন্ধ। পরিচালকের ব্যবহারিত মোবাইল ফোন ০১৯৪৭-৩৭৩২২৭ ও ০১৯৬-৩৭৩১১৮৭(বিকাশ) বন্ধ পাওয়া যায়। সব কিছু বন্ধ থাকায় প্রশিক্ষণার্থীদের মধ্যে হৈ চৈ শুরু হয়। বিকালে ৬টায় হতে ২/৩ঘন্টা অপেক্ষা করে সকলে নিরাস হয়ে নিজ বাসা-বাড়িতে ফিরে যায়।এবং অসহায় মহিলারা জানান এ ধরনের প্রতারকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন খুঁজে বাহির করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, এ বিষয়ে আমরা কিছু জানিনা। তবে একজন মহিলা ফোন করেছে। তিনি জানান থানায় জিডি করলে আমরা আইনী ব্যবস্থা নিব।