
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাস মাদকমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় যুবসমাবশে ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্না।
ঢাকাস্থ কামারখন্দ উপজেলা কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা বাবু বিমল কুমার দাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার,সাবেক সচির বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা প্রমুখ।