
মনির হোসেন,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বীরপ্রতিক আর নেই (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তিনি শনিবার (১৩ মে) বিকেলে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। পারিবারিক ও মুক্তিযোদ্ধাদের তথ্যমতে, সাইদুর রহমান বীর প্রতিক কাদেরিয়া বাহিনীর ২৭ নং কোম্পানী কমান্ডার ছিলেন। তিনি ১৯৫২ সালের ১১ ডিসেম্বর কালিহাতী পৌরসভায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সিরাজুল ইসলাম ও মাতার নাম বছিরন নেছা বেগম। তিনি ১৯৭১ সালে কালিহাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের প্রশিক্ষণ ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাঁকে বীরপ্রতিক খেতাবে ভূষিত করে।
সাইদুর রহমান বীর প্রতিকের ছেলে সেনাবাহিনীর কর্মকর্তা মাহবুবুর রহমান সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরহুমের নামাজে জানাযা প্রথমে কালিহাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও পরে নিজ গ্রাম কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাতে গ্রামের কবরস্থানে দাফন করা হবে। মৃতুকালে তিনি স্ত্রী শাহিনা পারভীন, এক ছেলে মাহবুবুর রহমান সোহেল, দুই মেয়ে নাহিদা নাজনীন ও নাদিয়া সাঈদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।