
ইমরান হোসেন, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে দেড় কোটি টাকা মূল্যের লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের বিলাশবহুল গাড়িসহ আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা এলাকা থেকে ওই কাউন্সিলরকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা যায়।
জানা যায়, কালিয়াকৈর পৌরসভার অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার পুর্বচান্দরা এলাকা থেকে তাকে কালিয়াকৈর থানা পুলিশ আটক করে । কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আমি অফিসে ছিলাম না । শুনেছি কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল স্টাফদের সাথে সিনক্রেট করেছে।
কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সারোয়ার হোসেন আকুলের বিরুদ্ধে কালিয়াকৈর পৌরসভার অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।