
সেন্ট্রাল ডেস্কঃ
আগামী কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সংলাপে বসতে যাচ্ছে ইসি। নিবন্ধিত ৩৯ দলের দাবি ও পরামর্শ শুনবে নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনার মোঃ আলমগীর ও ব্রি:জে: (অব) আহসান হাবিব আজ গণমাধ্যমের কাছে বলেন- বিএনপিসহ সকলের অংশগ্রহণ আশা করে নির্বাচন কমিশন। সংবিধান ও আইন সমর্থন করে, বেশিরভাগ দলের এমন দাবির বাস্তবায়ন করতে চায় কমিশন।
হোক সে কাগুজে ব্যালট নয়তো বৈদ্যুতিক বোতামের ইভিএম। ভোট মানেই সম্মতি আদায়ের লড়াই। নাগরিকদের প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিকতা। জাতীয় নির্বাচনের বাকি এখনও প্রায় দেড় বছর। তবে আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ। ১৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে টানা আলোচনা।