

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে গরুর হাটের ইজারাদার ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার। ।বৃহস্পতিবার বিকালে শোলাকিয়া গরুর হাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি গরুর বাজার ঘুরে দেখেন।ক্রেতা বিক্রেতা দের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ,পুলিশ পরিদর্শক তদন্ত মো:মোখলেছুর রহমান,পুলিশ পরিদর্শক অপারেশন তরিকুল ইসলাম,পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড সিপি) মোবারক হোসেন,ডি আইও ১ মামুন হাসান প্রমুখ।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার বলেন, বাজারে জাল টাকা রোধে ব্যাংকের সহায়তায় জাল টাকা চিহ্নিতকরণ যন্ত্র বসবে,ক্রেতা বিক্রেতারা যেন নির্বিঘ্নে গরু কেনাবেচা করে বাড়ি যেতে পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।পুলিশ সুপার আরো বলেন,রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যত্রটত্র গাড়ি পার্কিং করা যাবে না,অযথা ঘুরাফেরা করা যাবে না,সর্বোপরি বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইজারাদার ও গরু ক্রেতা বিক্রেতাকে আহবান জানান।
পুলিশ সুপার আরো জানান, ঈদে এক জেলার মটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না।তবে বিশেষ প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে যেতে পারবে।এই মুভমেন্ট পাস আমরা দিব। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে পেয়ে যাবেন।