
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের আলজামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস ও কাচারি বাজার মসজিদের খতিব মাও.লুৎফুর রহমানকে হত্যাচেষ্টায় তার ছেলে মুহাইমিন (২৩)কে আটক করেছে পুলিশ। দীর্ঘ ১৪ ঘন্টা পুলিশী তদন্ত ও সাড়াশি অভিযানে মঙ্গলবার দুপুরে অভিযক্ত মুহাইমিনকে নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।পরে রাত ৮ টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এর আদালতে স্বীকারক্তি মূলক জবানবন্দি দেয় অভিযুক্ত ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাও.লুৎফুর রহমানকে তার ছেলে মুহাইমিন সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টায় বলে বাবা তুমার সাথে আমার কথা আছে, এ কথা বলে তাকে ছাদে নিয়ে যায়। সেখানে কেচি দিয়া বুকে আঘাত করলে মাওলানা.মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ জানায়, মাও.লুৎফুর রহমানের ছেলে মুহাইমিন বিদেশে যেতে চায় কিন্তু বাবা বিদেশ যাওয়ার টাকা দেয় না বলে এ ঘটনা ঘটায়। পরবর্তীতে ছেলের দেখানো মতে খাটের বালিশের নিচ থেকে হামলায় ব্যাবহৃত কেচি উদ্ধার করা হয়। আদালতে স্বীকারক্তি দেয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত মাওলানার মেয়ের জামাই লুতফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামীদের করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করে। মামলা নং ২৫।বর্তমানে মাও.লুৎফুর রহমান আশংকামুক্ত আছে। তাকে করিমগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।