
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলায় সম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্য কৃষকদের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখা প্রসঙ্গ নিয়ে ১২জুলাই সুনামগঞ্জ জেলা প্রশাসকের একটি সাধারণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। কৃষক ও খামারীগনদের ক্ষতিগ্রস্থতা বিবেচনায় এনজিও প্রদত্ত ক্ষুদ্র ঋণের চলিত বছরের জুলাই হতে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত নির্দেশ বলবৎ থাকবে। জেলার ১২টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা ১০০ভাগ ও ৯টি উপজেলা ৯০ভাগ প্লাবিত হয়েছে।ভয়াবহ বন্যায় ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৪ হাজার ৭শ ৪৭টি সম্পুর্ণ ভাবে ঘর বাড়ি ও ৪০হাজার ৫শত৪১টি ঘর বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও জরিপ ১মৌসুমের ১৫হাজার ১শত ৭৯জন কৃষকের প্রায় ১হাজার ১শতন ৪১ হেক্টর সবজি ফসল ও ২৮হাজার ৭শত ৬৫জন কৃষকের ৬হাজার ১শত ২৫হেক্টর জমির আউশধান ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্তায় ব্যক্তি ও সমবায় ভিত্তিক গবাদিপশু সহ ৪শত ২২টি গরু, ৩৭টি মহিষ, ৬শত ৬৭টি ছাগল, ৫শত ১৪টি ভেড়া, ২লক্ষ ৮৮হাজার ৫৫টি মুরগি ৯৭ হাজার ৮শত ৩১টি হাঁস মারা যায়। কৃষক ও খামারীগনদের ক্ষতিগ্রস্ততা বিবেচনায় এনজিও প্রদত্ত ক্ষুদ্র ঋণের চলিত বছরের জুলাই হতে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত সময়ের কিস্তি আদায় সাময়িক ভাবে স্থগিত রাখা এবং স্থগিতকৃত কিস্তি উপর অতিরিক্ত সুদ আরোপ না করার নির্দেশ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃজাহাঙ্গীর হোসেন সাক্ষরিত সাধারণ শাখা থেকে এ নির্দেশ জারি করা হয়। এছাড়াও ঔ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে মাছের খামার/খামারীগন ব্যাপকভাবে ক্ষতি গ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত কৃষক খামারীদের সহায়তা প্রণোদনা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তালিকা প্রেরণ করা হয়েছে।