
মিজানুর রহমান, কুতুবদিয়া, চট্টগ্রামঃ
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ২৮মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বড়ই তলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মো. ইলিয়াসের পুত্র।
প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে উঠানের সামনে পুকুরের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসী জাহান দিতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।