
মিজানুর রহমান, কুতুবদিয়া প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিকাশের মাধ্যমে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সুত্রে জানা যায়, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের ফেয়ারা কাটার জকির আলম (৫০) নামের একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা এবং বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীর মোহাম্মদ মুসার মেয়ে রনির শাশুড়ী থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ চক্র।
জানা যায়, গত ০৪-০৭-২০২২ইংরেজি সোমবার দুপুর ২.২০ মিনিটে 01823410368 নাম্বারে ১৫ হাজার টাকা নিয়েছে বিকাশ চক্র। লেমশীখালী ইউনিয়নের ফেয়ারা কাটার কায়সার দোকানে গিয়ে প্রতারনার শিকার জকির টাকাগুলো দেয়।
এব্যাপারে জকির বলেন,আমার ছেলে আব্দুল মান্নান (৩০) প্রায় ১৯ মাস ধরে ডাকাতি মামলার আসামি হয়ে কক্সবাজার কারাগারে রয়েছেন।
হঠাৎ একদিন আমার মোবাইলে কল আসে, আমি রিসিভ করার সাথে সাথে আমাকে বলল যে, মেজিস্ট্রেট জামিন দিচ্ছে কয়েকজনকে, তুমি এই মুহূর্তে ৪০ হাজার টাকা দিলে তার নাম দিতে পারি। আমি বলি যে আমি গরিব মানুষ এতো টাকা কোথায় পাব? এর পরে বলে যে, ৩০ হাজার, পারবো না বললে আবার বলে যে,২০ হাজার, এর পর আমি রাজি হয়ে টাকা গুলো এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়েদি।
অন্যদিকে দেবরকে জামিনে মুক্ত করার কথা বলে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে বিকাশ নাম্বারে ৭০ হাজার টাকা নিয়েছে প্রতারক। জানা যায়, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীর বাসিন্দা মোহাম্মদ মুসা, তার মেয়ে রনিকে বিবাহ দেয় ধুরং ইউনিয়নে। তার দেবর কয়েক মাস ধরে কক্সবাজার কারাগারে রয়েছেন। তাকে জামিনে মুক্ত করার কথা বলে ১লক্ষ টাকা দাবি করে। তার শাশুড়িকে কল করলে প্রাতারক চক্র কারাগারে আসামির কণ্ঠ শুনিয়ে মায়ের কাছ থেকে লক্ষ টাকার দাবি করে। ছেলের কষ্ট সহ্য করতে না পারায় কান্না করে বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে ধুরং বাজারের বেলাল নামের এক বিকাশের দোকান থেকে বিকাশ নাম্বার 01886-076873 তে, ০৬-০৭-২০২২ইং ১টা১০ মিনিটের সময় ২০ হাজার ও নগদে ৫০ হাজার টাকা দিয়ে দেয়। বিষয়টি পরবর্তীতে জানতে পেরে থানায় অভিযোগ করেন রনি। অভিযোগের দায়িত্বরত সাব- ইন্সপেক্টর জিয়া কয়েকদিন ধরে অনেক পরিশ্রমের পর ৪০ হাজার টাকা উদ্ধার করে দেয়। তবে এখনো আইনের আওতায় আনা হয়নি প্রাতারক চক্রের কোন সদস্য।
এ বিষয়ে কুতুবদিয়া থানার এস আই জিয়া বলেন,অভিযোগের বিষয়টি যাতে কাউকে না বলা হয় সে জন্য অনেক আকুতি মিনতি করেন বলেও জানান তিনি।