

কাজী সাইফুল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ;
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই গ্রুপের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শওকত আলী একই এলাকার হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় অ্যাডভোকেট মারুফ ও অ্যাডভোকেট লিপসন নামের দুইজন উকিল থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। ঈদে দুই উকিলই বাড়িতে আসায় তাদের মধ্যে এলাকায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) রাতে রাতে লিপসনের বাড়ি ঘেরাও করে মারুফ উকিলের সমার্থকরা। বাড়ি ঘেরাও করার বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সংঘর্ষে শওকত আলীসহ উভয় পক্ষের ১০জন আহত হয়। পরে আহতদের৷ মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শওকত আলীর মৃত্যু হয়। নিহত শওকত আলী অ্যাডভোকেট মারুফের সমার্থক বলে জানা গেছে।
এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শওকত আলী একই এলাকার হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় অ্যাডভোকেট মারুফ ও অ্যাডভোকেট লিপসন নামের দুইজন উকিল থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। ঈদে দুই উকিলই বাড়িতে আসায় তাদের মধ্যে এলাকায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) রাতে রাতে লিপসনের বাড়ি ঘেরাও করে মারুফ উকিলের সমার্থকরা। বাড়ি ঘেরাও করার বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সংঘর্ষে শওকত আলীসহ উভয় পক্ষের ১০জন আহত হয়। পরে আহতদের৷ মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শওকত আলীর মৃত্যু হয়। নিহত শওকত আলী অ্যাডভোকেট মারুফের সমার্থক বলে জানা গেছে।
এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।