

প্রতিনিধি কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ উল-আলম পিয়াস (২৮) ও তার শ্যালক সজিব (২৩) নামের দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর একটি মোটরসাইকেলের দুই আরোহী।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালীর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উল আলম পিয়াস পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে এবং সজিব মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। নিহত দুজন সম্পর্কে আপন দুলাভাই ও শ্যালক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেলযোগে আল্লারদর্গায় নানা বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালী মাঠ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জনই গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াস নামে দুজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা গেছেন। তাদের দুজন মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালীর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উল আলম পিয়াস পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে এবং সজিব মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। নিহত দুজন সম্পর্কে আপন দুলাভাই ও শ্যালক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেলযোগে আল্লারদর্গায় নানা বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালী মাঠ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জনই গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াস নামে দুজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা গেছেন। তাদের দুজন মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।