
লতিফ মোড়ল, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার রাতে কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সামিয়া মল্লিক (১৯) লবনচরা থানা এলাকার উজ্জল সরকার (৩৮) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকার মোঃ ওহিদুল ইসলাম ওরফে খোকা (৪০) কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ হতে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।