

লতিফ মোড়ল, ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (কেএমপি-ডিবি) মাদক বিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার
কেএমপি সূত্রে জানা গেছে,খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর হরিণটানা থানাধীন খুলনা সিটি বাইপাস এর পশ্চিমপাশে নির্মানাধীন নতুন জেলখানা রোড়ের সামনে হতে মাদক ব্যবসায়ী হারিনটানা থানা এলাকার মোঃ সাইফুল শেখ(৩৯) এবং খুলনা সদর থানা এলাকার তফিজুল শরীফ(৩৯) কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের আজ আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।