

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় তৃতীয় লিঙ্গের ৩৬ জন অসহায় মানুষকে ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
শনিবার (৯ জুলাই) বিকালে কেন্দুয়া পৌরশহরের এমপি’র নিজস্ব বাসভবন উকিল বাড়িতে এ অনুদানের চেক প্রদান করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অসীম কুমার উকিল এবং তাঁর সহধর্মিনী সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল উপস্থিত ছিলেন।
এসময় তৃতীয় লিঙ্গের লোকজন প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও তিনজন সংগীত শিল্পী ও তিনজন খেলোয়ারের হাতেও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ঈদের আগে আর্থিক সহায়তার চেক পেয়ে দারুণ খুশি তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।