
কেয়া ভাবী
…………………………
——- সজীব আকবর
……………………………….
পাশের বাড়ির কেয়া ভাবী
কি যে দারুণ দেখতে,
যেমন ভালো লাগে রে ভাই
শীতে চাদর ঢেকতে।
আলতা বরণ শরীর খানা
পটলচেরা চোখ,
ভাবীর সাথে আড্ডা দিতে
সবার ভীষণ ঝোঁক!
বিকেলে যখন ভাবী এসে
বারান্দাতে দাঁড়ায়,
ছোটোখাটো জট লেগে যায়
কেয়া ভাবীর পাড়ায়!!!