
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি পুলিশের মাদকবিরোধী অভিযানে ধরা পড়ল কোটি টাকার মাদক সহ ১ জন পাচারকারী। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার কাকভোরে সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। অভিযানে প্রায় ১ কোটি টাকার নেশাজাতীয় জার্মানি ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে ১ জন পাচারকারী। এ বিষয়ে ওসি সমরজিৎ বসুমাতারি সংবাদ মাধ্যমকে জানান, এদিন কাকভোরে স্থানীয় পুলিশের একটি দল পাথারকান্দির ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ কেউটি গ্রামে হানা দিয়ে আসহাব উদ্দিন নামের জনৈক ব্যক্তির ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকার মত হবে।
এ কান্ডে আসহাব উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি এ কান্ডে জড়িত একথা স্বীকার করার পাশাপাশি সে নেশাজাতীয় ট্যাবলেটগুলো মায়ান্মার থেকে সংগ্রহ করে মিজোরাম হয়ে পাথারকান্দিতে নিয়ে আসে বলে জানায়। পরে সে গুলো বাংলাদেশে পাচারের কথা ছিল। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তাকে থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে।