
রবিবার (১৩ জুলাই) বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া বগাদীঘি গ্রামের আকতার হোসেনের বাড়িতে কুরবানির গরুর মাংস রান্নার সময় আরবী হরফে ‘আল্লাহ ‘ খচিত নাম মাংসের টুকরোয় দেখতে পান। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী জনতা ঐ মাংসের টুকরো দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।
আকতার হোসেনের স্ত্রী সালেহা আক্তার জানান, কুরবানী দেওয়া গরুর মাংস রান্নার সময় আমি হঠাৎ ঐ টুকরোটি দেখতে পাই।
তিনি আরও বলেন, কুরবানীর গরুটি আমাদের গৃহপালিত পশু ছিল।
সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,আমি নিজেও আরবি হরফে লেখা মাংসের টুকরোটি দেখেছি ।