
আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসরত সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের অধিকারভিত্তিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন
দিক নিয়ে আলোচনা করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেও জন্য শত ভাগ বয়স্ক ভাতা, বিধাব ভাতা,প্রতিবন্ধী ভাতা,স্বাস্থ্য সম্মত পায়খানা, খাস জমি প্রদান,দলিতদেও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবী
জানানো হয়।
জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি দেওয়ান বদিউজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।