
এস.এম.মনির হোসেন জীবনঃ
বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ও মহিলা চাকরি প্রার্থীদের শ্লীলতাহানী করার অভিযোগে “রিয়েল ফোর্স সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস” প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ দুপুর সাড়ে ১২ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরার সহকারী পরিচালক ও (মিডিয়া অফিসার) এএসপি নোমান আহমে্দ দৈনিক দেশ বাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যাব-১, উত্তরার একটি চৌকস দল রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার নোমান আহমে্দ জানান, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এবিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরা, কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বিস্তারিত জানাবেন।
এসময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, র্যাবের আইনও গণমাধ্যম শাখার কর্মকর্তা এবং র্যাব-১ এর কর্মকর্তারা উপস্হিত থাকবেন।
এবিষয়ে বিস্তারিত একটু পরেই………….