
খুলনা ব্যুরোঃ
খুলনায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ইফসুফকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব যায়যায়দিনকে জানান, এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
আসামি ইউসুফ বেপারীর বিরুদ্ধে ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইঃ আদালত বরিশালে একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী ইউসুফ বেপারীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
আসামি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়ায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে আসামী ইউসুফ বেপারী ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত ১৩ মে ২০২৩ তারিখ রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী ইফসুফ বেপারী(৪৩), থানা-উজিরপুর, জেলা-বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে