
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনায় র্যাবের অভিযানে জব্দকৃত অপদ্রব্য(জেলি) পুশ করা চিংড়ি পরিবহনের সাথে জড়িত থাকায় সংশ্লিষ্ট তিনটি ট্রান্সপোর্ট কোম্পানি কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকা সংলগ্ন হরিণটানা থানার কৈয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা থেকে দু’টি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে ১৮ জন ব্যক্তি পাঁচ হাজার কেজি চিংড়ি মাছ নিয়ে খুলনায় আসছিল। পাঁচ হাজার কেজি মাছের মধ্যে দুই হাজার কেজি মাছে অপদ্রব্য মিশ্রণ ছিল।
যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও মৎস্য অফিস খুলনার কর্মকর্তারা হরিণটানা থানার কৈয়া বাজারে চেকপোস্ট বসায় এবং চিংড়ি ভর্তি দুইটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান আটক করে।
এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানি সমূহকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক সাতক্ষীরার আশাশুনির মনিরুল ইসলামকে (৪৫) ৫০ হাজার টাকা,খুলনার ওয়াহিদুজ্জামান মঞ্জিরকে (৪২) ৫০ হাজার টাকা, সাতক্ষীরার আশাশুনির রিপন সানাকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপদ্রব্য পুশ করা দুই হাজার কেজি চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তারা উপস্থিতিতে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষনিক দেওয়ায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।