

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় ইএসডিও সংস্থার অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর র্থিক সহায়তায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষীটারী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে ৭’শ কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন ভিত্তিক কম্বল বিতরণ করেন লক্ষীটারী ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য আমান মিয়া, মর্নেয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্যা সাবানা বেগম ও নাজমা বেগম। কম্বল বিতরণের সময় ৩ ইউনিয়নে ইএসডিও রংপুর অঞ্চলের জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম, পিপিইপিপির পিসি পজিরুল ইসলাম, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) ওমর ফারুক, মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতি ইউনিয়নে বিতরণের সময় নিজ নিজ শাখায় উপস্থিত ছিলেন ইএসডিও গজঘন্টার শাখার এরিয়া ম্যানেজার জমশেদ আলী, শাখা ব্যবস্থাপক মহিদুল ইসলাম, মর্নেয়ার এরিয়া ম্যানেজার ললিত চন্দ্র, শাখা ব্যবস্থাপক মহি উদ্দিন, লক্ষীটারী শাখা ব্যবস্থাপক শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট শাখার কর্মী ও গণমাধ্য কর্মীগণ।