
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
উত্তর বঙ্গের প্রথম শপিং বুক সুপার শপ রংপুরের গঙ্গাচড়ায় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ মে) গঙ্গাচড়া বাজারের মামুন মার্কেটে এই সুপার শপের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শপিং বুক লিমিটেডের এমডি শরিফুল ইসলাম গাজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, চিপ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শপিং বুক লিমিটেডের টিএসএম বেলাল উদ্দিন। উদ্বোধনের আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শপিং বুক লিমিটেডের টিএসএম রিপুল মিয়া।
এসময় শপিং বুক লিমিটেডের এক্সিকিউটিভ গণ, সাধারণ আইডি ইউজারগণসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। শপিং বুক সংশ্লিষ্ট কয়েকজন জানান, শপিং বুকে একটি আইডি খুলে এখান থেকে বাজার করে আয় করা যাবে।
শপিং বুকের এমডি শরিফুল ইসলাম গাজি অনেক সময় ধরে গবেষণা চালিয়ে এই অনলাইন শপ এর উদ্ভাবন করেন। ক্রেতাগণ কিভাবে বাজার করে আয় করতে পারবেন তা নিয়ে গবেষণা করে তিনি এই অনলাইন ব্যবসার উদ্ভাবন করেন।
গত বছরের শেষের দিকে চালু করা হয় এই অনলাইন শপিং বুক। এই অল্প সময়ে সারাদেশে আইডি ইউজার হয়েছেন প্রায় ১৫ হাজারের বেশি। তারা আরও জানান এখানে পণ্য ক্রয় করলে আইডি ইউজার পাবেন পয়েন্ট আর এভাবে মাসে ৫০ পয়েন্টের বাজার করলেই পাবেন এক মাস ধরে কমিশন।
আর এখানে পর্যায়ক্রমে সব পণ্য পাওয়া যাবে। এতে করে ইউজাররা প্রাথমিক ভাবে অল্প করে কমিশন পেলেও তারা একসময় গিয়ে দিনে ৫ শত, মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আয় করতে পারবেন। এভাবে ধীরে ধীরে সারা দেশের সব জেলা, উপজেলাসহ বিভিন্ন হাটে বাজারে সুপার শপ ও মিনি সুপার শপের উদ্বোধন করা হবে।