হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকুপের ড্রেন খনন করার সময় একটি গণেশ মূর্তি উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার গভীর রাত সাড়ে ১২টার দিকে শগুনখোলা গ্রামের আবু তালেবের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
এর আগে বুধবার দুপুরে ওই এলাকার মাঠে গভীর নলকুপের ড্রেন খনন কালে তিনি মূর্তিটি পান।
পুলিশ জানায়, বুধবার দুপুরে শগুনখোলা মাঠেরর আবুতালেবে গভীর নলকুপের ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এসময় ধাতব পদার্থের একটি পুরাতন মুর্তিপান এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পরে পুলিশের জেরায় একসময় তালেব বিষয়টি স্বীকার করেন এবং তার বাড়ির গোয়াল ঘরের ভেতর থেকে মুর্তিটি পুলিশের হাতে তুলে দেন।
মূর্তিটি হিন্দু ধর্মের গণেশ দেবতার। এটি পিতলের তৈরী। সাত ইি লম্বা এবং আকারে হালকা কালো রংয়ের। এর সামনে অক্ষত থাকলেও পেছনে প্রায় চারইি ভাঙা রয়েছে।
আবু তালেব জানায়,বুধবার দুপুরে মাঠের মধ্যে ড্রেন নির্মান করার সময় হঠাৎ এটি দেখতে পাই। পরে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখি। পরে রাতের বেলা পুলিশ এসে সেটি নিয়ে যান।
জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে হিন্দু ধর্মের গণেশ মূর্তিটি উদ্ধার করা হয়েছে।বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।প্রতœতাত্তি¡ক অধিদপ্তরে জমা করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।
“দেশবাংলায় প্রকাশিত সকল সংবাদ, ফীচার, কলাম, মন্তব্য, মত-অভিমতের জন্য কেবল মাত্র ভারপ্রাপ্ত সম্পাদককেই দায়ী করা যাবে”
ভারপ্রাপ্ত সম্পাদক : সাঈদুর রহমান রিমন, ই-মেইল: [email protected]
হটলাইন : 01757551144, সাধারণ বীমা ভবন (৫ম তলা), ২৪, ২৫ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০,
ফোন: ৪৭১১৪১৯৪, সংবাদ পাঠাতে: [email protected]
স্বত্ব © দৈনিক দেশবাংলা