
মোঃমাজহারুল ইসলাম মলি ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা বন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত চলছে। শনিবার (১৩ মে) দুপুর ২টার সময়ে উপকূলীয় গলাচিপার আগুনমুখার মোহনাসহ বিভিন্ন নদ নদী শান্ত রয়েছে। মহাবিপদ সংকেতে গলাচিপার স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যেতে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।
গলাচিপায় ১১৮সাইক্লোন শেল্টার প্রস্তুত। আশ্রিতদের জন্য রাখা হয়েছে শুকনা খাবার ও খিচুরির ব্যবস্থা।
দুর্গম চরকারফারমা, চরবাংলাসহ চর আগস্তি প্রসাশনের ব্যক্তিরা উপস্থিত থেকে আশ্রয়ণে পাঠানোর ব্যবস্থা করছেন। স্থানীয় বাসিন্দারাও নিজেদের মতো প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছেন।
শনিবার বিকেল চারটায় বিচ্ছিন্ন চরকারফারমার আগুনমুখার মোহনায় দেখা যায়, নদীর পানি এখনো স্বাভাবিক রয়েছে। বাতাসের বেগও তেমন নেই। এখনো আশ্রয়কেন্দ্রে কোনো মানুষ যায়নি। অনেকে বলছেন, বাতাসের গতিবেগ বাড়লে তারপর ঘর ছাড়ব। তবে বিচ্ছিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও শিশুদের উপজেলা প্রশাসন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
এ প্রসংগে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন আল হেলাল বলেন, দুপুর থেকে আমরা বিচ্ছিন্ন এলাকার মানুষ সাইক্লোন শেল্টারে পাঠাচ্ছি। আমাদের ১১৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। সেখানে শুকনা খাবার ও পানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।