
তোফায়েল হোসেন জাকির, জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।
স্থানীয়রা জানান, ওই সময় দ্রুতগামী একটি ট্রেন যাচ্ছিল। এসময় পাশে দাঁড়িয়ে থাকা এক নারী ট্রেনটির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।