
জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আলেমা আকতার (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রাম থেকে আলেমার মরদেহ উদ্ধার করা হয়। আলেমা ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, আলেমা আকতার দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকেই চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল। ইতোপূর্বে কয়েকবার আলেমা আত্মহত্যার চেষ্টা করেছিল৷ তখন স্বজনরা বুঝতে পেরে তিনি আত্মহত্যা করতে ব্যর্থ হয়েছিল। এরই একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়ির ঘরের বাঁশের ধর্ণার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল বলেন, খবর পেয়ে আলেমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।