

তোফায়েল হোসেন জাকির,জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
গাইবান্ধার দুই উপজেলার ৫টি ইউনিয়নের করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) আন্তর্জাতিক দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানি গোস্ত বিতরণ করা হয়।
সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী নূতনকুঁড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাঘাটা ইউনিয়ন, মুক্তিনগর, ভরতখালী, কামালেরপাড়া ও ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, প্রতিবন্দি, স্বামী পরিত্যক্তা ও বিধবা পরিবারের মধ্যে দুই কেজি করে গোস্ত বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসনে সুইট, ভরতখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসনে মন্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতিনিধি মোঃ জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফিল্ড অপারেশন (ডিপি) খন্দকার জাহিদ সরওয়ার। এসকেএস ফাউন্ডেশনের সোশ্যাল এন্টার প্রাইজিং সমন্বয়কারী-আবু সাঈদ সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দারিদ্র ও দুর্ভোগের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা ইসলামিক রিলিফ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত। ইসলামিক রিলিফের কার্যক্রম ছড়িয়েছে বিশ্বের ৪৫টি দেশে।