
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার চরমিরপুরে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছে। গাড়িটি পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার চর মিরপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ি পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মজিদ (৫০) নামের ওই পথচারীর মৃত্যু হয়। নিহত মজিদ সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত ওমর আলীর পুত্র।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে মৃতের আত্মীয় স্বজনের সাথে কথা বলে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।