

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের বাইরে আবার ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার(১৩ জুলাই) রাত ১২টা দিকে বন্দরের বাইরে সোনামসজিদ বালিয়াদীঘি গণকবরের পাশে একটি ভারতীয় ট্রাকে এই অগ্নিকাণ্ড ঘটে।
এর আগে বিকেল ৪টার দিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে ৫ নম্বর গেটের পাশে ভারতীয় একটি ট্রাকে এবং এর থেকে আরও ২টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ৮ ঘন্টার ব্যবধানে দু’বার অগ্নিকান্ডের ঘটনায় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আগুনে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভস্মীভূত হয়েছে। টানা ১৪ দিন ভারতে আটকে ছিল ট্রাকটি। প্রচণ্ড তাপদাহে ব্লিচিং পাউডার থেকে আগুনে সূত্রপাত হয়েছে।
কিন্তু সোনামসজিদ স্থলবন্দরের অগ্নিকান্ডের ঘটনা নিয়ে, সোস্যাল মিডিয়ায়(ফেসবুক) কে ইতিমধ্যে বেশ কিছু গুজব রটানোর পোষ্ট লক্ষ্য করার কারণে, গুজব না ছড়াতে ও গুজবে কান না দিতে জনসাধারণ কে আহব্বান জানান এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ।
এ বিষয়ে district police chapainawabganj ফেসবুক পেজ থেকে একটি জনসচেতন মূলক পোষ্ট দেওয়া হয়, সেটা তুলে ধরা হল,
গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না
গুজব ছড়ানো দন্ডনীয় অপরাধ।
সোনামসজিদ স্থলবন্দরে গত ১৩ই জুন দুটি ব্লীচিং পাউডারবাহী ভারতীয় ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ নিয়ে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছেন। উল্লেখ্য যে গত ১৫ই এপ্রিল তারিখে বেনাপোল স্থলবন্দরেও ব্লিচিং পাউডার বহনকারী একটি ট্রাকে আগুন লাগে। ব্লীচিং পাউডার দাহ্য পদার্থ এবং সঠিক তাপমাত্রায় রাখা না হলে অগ্নিকাণ্ড হবার সম্ভাবনা থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল মনগড়া তথ্য দিয়ে গুজব রটানোর চেস্টা করছে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।