
রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে ভয়াভহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার দেশবাংলাকে এ তথ্য নিশ্চত করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় শতাধিক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ তলায় সেনেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এদিকে বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিস্তারিত আসছে…