
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের গুয়াহাটি শহরে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ৬টি সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির ভাঙ্গাগড়ের নরকাসুরা পাহাড়ে। টিভি টাওয়ারের কাছে ৬টি সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ ঘটনায় ৩টি ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লেগে একজনের করুন মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদ্ধার করা যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।