
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ
ভারতের আসামরাজ্যের উত্তর গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে কর্মরত এক নার্সের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাসপাতালে। শনিবার মৃত নার্স অনিতা ডেকা(৫১) এর সুইসাইড নোটের ভিত্তিতে দুই নার্স ও এক চিকিৎসককে গ্রেফতার করেছে কামরুপ পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার বিকাল ৪টায় হাসপাতালের ড্রেস চেঞ্জিং রুমে অচেতন অবস্থায় পাওয়া যায় নার্স অনিতা ডেকাকে। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও পরে এই নার্সের মৃত্যু ঘটে। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্থ নার্সের মৃত্যু হাসপাতালের অন্যান্য কর্মীরা মৃতকে হালকাভাবে নেননি। ময়নাতদন্তের পর নার্সের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরের ভেতর থেকে নার্সের লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই সুইসাইড নোটের ভিত্তিতে দুই নার্স ও একজন চিকিৎসককে গ্রেফতার করে কামরুপ পুলিশ।
গ্রেফতারকৃত নার্সদের নাম নিবেদিতা নাথ ও শেহনাজ আখতার এবং চিকিৎসকের নাম শোভনা রাও। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে আরিফা নামে আরেক মহিলা চিকিৎসকের নামও রয়েছে। নার্স বিষপান করে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নার্সের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, নার্স অনিতা ডেকা দীর্ঘদিন ধরে হাসপাতালের আইসিইউ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মূলত মির্জার ঝাড়োবাড়ি গ্রামের বাসিন্দা হলেও গুয়াহাটির ছয়মাইলে ভাড়া বাড়িতে থাকতেন।নার্সের স্বামী হিতেশ ডেকা শনিবার উত্তর গুয়াহাটি থানায় মামলা দায়ের করেছেন। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।