
রাসেল আহাম্মেদ, উপকূলীয় অঞ্চল প্রতিনিধিঃ
এক গৃহবধূকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি গ্রামে কুচির মোড় নামক স্থানে কলেজ পড়ুয়া সন্তানদের সামনে রেখে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ঐ গৃহবধূর পিতা আব্দুল গফফার গাজী বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে ১৪ জনকে আসামি করে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, গতকাল রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে আরাফাত হোসেন ও সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ মামলার বাকী আসামিদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, পারিবারিক জায়গা জমি নিয়ে ভুক্তভোগী নারীর পিতা ও চাচাদের মধ্যে দ্বন্দ্ব-কলহ চলছিল। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন। গত ১১ জুলাই সোমবার ভুক্তভোগীর চাচা, চাচাতো ভাই সহ প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ভুক্তভোগীর পিতার জমিতে সরাঞ্জাম নিয়ে ঘর তুলতে চাইলে এ সময় ভুক্তভোগী তাদের বাধা প্রদান করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাইয়েরা তাকে মারধর করতে করতে বিবস্ত্র করে ফেলেন। পরে তাকে বাড়ি থেকে বের করে কুচিড় মোড় নামক স্থানের একটি মেহগনি গাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় এভাবে নির্যাতন চলতে থাকে। উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কয়রা থানা পুলিশ ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।