

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
সোমবার আসাম সরকারের পরিবহন, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গুয়াহাটির তিনটি ফেরিঘাট যথাক্রমে নর্থ গুয়াহাটি, গুয়াহাটি মধ্য খন্ড ও ফেন্সি বাজারস্থিত রাজদেউরঘাট পরিদর্শন করেন এবং বিভাগের আধিকারিক সহ যাত্রীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী পরিমল। এদিন তিনি প্রত্যেকটি ঘাটের টার্মিনাল সুবিধা সঠিকভাবে আছেন কিনা এনিয়ে বিভাগের আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। তৎসঙ্গে তিনি সরাসরি যাত্রীদের সাথে আলাপ আলোচনা করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা জানেন। তিনি বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন, প্রত্যেক যাত্রী যেন লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত না করেন। এনিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিভাগীয় আধিকারিকদের কড়া নজর রাখতে নির্দেশ দেন।